আজ সকাল ১০.০০ ঘটিকায় ৯নং মীরসরাই ইউনিয়ন পরিষদে খান ফান ফাউন্ডেশনের আয়োজনে আপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক নাগরিক এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ৯নং মীরসরাই ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব, জাফর উদ্দিন আহম্মদ চৌধুরী। এতে বক্তৃতা প্রদান করেন অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী মো: হারুনুর রশীদ, চেয়ারম্যান মো: জাফর উদ্দিন আহাম্মদ চৌধুরী, সচিব মো: নেচার আহম্মদ এবং উপজেলা নারী ফোরামের সভাপতি শিরিনা আক্তার। এ সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার জনাব, তাপস বড়ুয়া। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ, এলাকার সুশিল সমাজের ব্যক্তিবর্গ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন। আরো উপস্থিত ছিলেন অপরাজিতা প্রকল্পের ফিল্ড প্রোগ্রাম অফিসার মো: হারুন অর রশীদ।
এ সাভার প্রধান উেদ্দ্যশ্য সমূহ
১। ইউনিয়ন পরিষদ, স্থানীয় সেবাদানকারী এবং নাগরিকদের মধ্যে আন্ত: সম্পর্ক তৈরি।
২। স্থানীয় পর্যায়ে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক নাগরিকদের জন্য প্রদত্ত সেবাসমূহ।
৩। স্থানীয় পর্যায়ে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা।
৪। স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষি সেবার মান উন্নয়নে নারী সদস্যগন কর্তক সহযোগিতা প্রদানের উপায়
৫। সেবার মান উন্নয়নে নাগরিকদের ভূমিকা।
৬। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহ সুবিধা বঞ্চিত নারী এবং শিশুদের জন্য সেবাপ্রদানে ইউপি এবং সেবাপ্রদানকারী কর্তৃপক্ষের ভূমিকা।
৭। সেবা প্রাপ্তিতে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস