মীরসরাই উপজেলার সকল তথ্য কেন্দ্রের উদ্যোক্তাদের সাথে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে তথ্য সেবা কেন্দ্রে বিদ্যুৎ বিল গ্রহণ করা যাবে।এতে করে গ্রামের সাধারণ মানুষ আর কষ্ট করে উপজেলা সদরে গিয়ে বিদ্যুৎ বিল দিতে হবে না বা ব্যাংকে গিয়েও হয়রানির শিকার হতে হবে না।ঘরে বসেই স্ব স্ব ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা করতে পারবে।চুক্তি পত্রে উদ্যোক্তাদের পক্ষে স্বাক্ষর করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মীরসরাই ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান, ১৩নং মায়ানী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ জাহেদ হোসেন, ১৪নং হাইতকান্দি তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা রেজাউল করিম, ৯নং মীরসরাই তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মিঠুন চন্দ্র দাশ, ৩নং জোরারগঞ্জ তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা শহিদুল ইসলাম পরাগ, ১০নং মিঠানালা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মিনহাজ উদ্দিন, ২নং হিঙ্গুলী তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা রুবেল চন্দ্র শীল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস